Kolkata News: হিন্দুস্তান পার্কে ওড়িশার পুলিশ কর্মীর রহস্যমৃত্যু ! প্রশিক্ষণ নিতে এসেছিলেন এ রাজ্যে
ABP Ananda Live: এ রাজ্যে প্রশিক্ষণ নিতে এসে ওড়িশার পুলিশ কর্মীর রহস্যমৃত্যু গড়িয়াহাট থানা এলাকার হিন্দুস্তান পার্কে ভাড়া বাড়ি থেকে উদ্ধার দেহ। পুলিশ সূত্রে খবর, ওড়িশা পুলিশের কয়েকজন প্রশিক্ষণ নিতে এসেছিলেন হিন্দুস্তান পার্কে একটি ভাড়া বাড়িতে তাঁরা থাকছিলেন। অন্যরা প্রশিক্ষণ নিতে গেলেও ওই পুলিশ কর্মী নিখোঁজ ছিলেন। গড়িয়াহাট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃতের সহকর্মীদের জিজ্ঞাদাবাদ করে বয়ান রেকর্ড করছে পুলিশ।
ইজরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই
ইজরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এক্স হ্যান্ডল পোস্টে খামেনেই লেখেন, জঙ্গি ইহুদি শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিদের কোনও দয়া দেখাব না, পোস্ট খামেনেইয়ের। ইরান-ইজরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পরেই গোপন জায়গায় বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। গতকাল তাঁকে উদ্দেশ্য করে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোথায় খামেইনি লুকিয়ে আছেন, তাও আমেরিকা জানে বলে জানিয়েছেন তিনি। চাইলেই ইরানের সর্বোচ্চ নেতাকে মারা যায় বলেও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প


















