SSKM News : ছুটি চেয়ে 'রোগীর তাণ্ডব'। বাঁধন খুলে এক নার্সকে স্যালাইন স্ট্যান্ড দিয়ে মার
ABP Ananda LIVE : নিজের বেড়ে ঘুমোচ্ছেন রোগীরা। হঠাৎ তাণ্ডব শুরু করলেন এক রোগী। ছুটি চেয়ে 'রোগীর তাণ্ডব'। শনিবার স্থানান্তর আনেক্স পিজি পলিক্লিনিকে। রবিবার ছুটি পাওয়ার কথা ছিল। অভিযোগ শনিবার রাতে বাড়ি ফেরার জন্য তাণ্ডব শুরু। বাঁধন খুলে এক নার্সকে স্যালাইন স্ট্যান্ড দিয়ে মার। ঘটনায় ছড়ায় উত্তেজনা।
গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর পর, জলপাইগুড়িতে BSF-এর জনসংযোগ অভিযান। গতকাল ভারত-বাংলাদেশ সীমান্তে সিং পাড়া গ্রামে বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন BSF-এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অ্য়াসিস্ট্যান্ট কমাডান্ট মনোজ কুমার। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে গ্রামের বাসিন্দাদের সচেতন করেন BSF-কর্তা। অপরিচিত কাউকে দেখলেই দ্রুত BSF ক্যাম্পে জানান, গ্রামবাসীদের কাছে অনুরোধ করেন BSF-এর আধিকারিক। গ্রামবাসীদের পাল্টা আবেদন, বাংলাদেশ সীমান্তে যে সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া এখনও লাগানো হয়নি, সেই সেখানে নিরাপত্তা বাড়ানো হোক। বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীর। 'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে', সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের