Rajanga Pithe Puli Utsav : তৃণমূল কাউন্সির সুশান্ত ঘোষের উদ্যোগে, রাজডাঙা খেলার মাঠে আয়োজিত 'বাংলার পিঠে পুলি উৎসব'
ABP Ananda LIVE : বাংলার পিঠে পুলি উৎসব। রাজডাঙা ক্লাব সমন্বয়ের পরিচালনায় রাজডাঙা খেলার মাঠে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ১২ থেকে ১৬ই জানুয়ারি চলবে উৎসব। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। উৎসবের অন্যতম উদ্যোক্তা তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ।
সুশান্ত কুমার ঘোষ বলেন, ঐতিহ্য বাঙালির সংস্কৃতি, কোনো এক সময়ে পিঠে পুলি হারিয়ে যেতে বসেছিল বাঙালির রসনার অঙ্গন থেকে। আমরা চেষ্টা করেছি আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মকে এই পিঠে পুলি সম্বন্ধে সম্যক ধারণা দেওয়ার। আর, আজকে অত্যন্ত ভালো খবর এটা যে, রাজডাঙা পিঠে পুলি মাঠে যে পিঠে পুলি উৎসবের সূচনা হয়েছিল, তারপর থেকে পশ্চিমবঙ্গ এবং সারা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পিঠে পুলি উৎসব হচ্ছে। আর, মানুষ আবার নতুন করে পিঠে পুলিকে জানছে। এটা আমাদের এই উৎসবের সার্থকতা। এটা ১৬ তারিখ অবধি চলবে। ১৬ তারিখে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন পিঠে পুলির সমন্বয়ে আমাদের এই অনুষ্ঠানটা হবে।


















