Market Price Hike: টাস্ক ফোর্স বাজারে ঢুকলেই কমছে দাম, বেরিয়ে গেলেই ফের চড়া!
Kolkata Vegetable Market Price লাগাতার অভিযান চলছে। কিন্তু তার পরেও ছেঁকা দিচ্ছে আনাজের দাম। টাস্ক ফোর্স বাজারে ঢুকলেই কমছে দাম, বেরিয়ে গেলেই ফের চড়া! অভিযোগ করছেন ক্রেতারা। ঘটনার কথা স্বীকার টাস্ক ফোর্সের দাবি, একশ্রেণির অসাধু ব্যবসায়ী এই কাজ করছেন। যে সব অসাধু ব্যবসায়ী দাম কমাচ্ছেন না, প্রয়োজনে তাঁদের বিরুদদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এ যেনও টাস্ক ফোর্সের সঙ্গে বিক্রেতাদের লুকোচুরি খেলা! বাজারে অভিযান শুরু হলেই কমছে দাম, অভিযান শেষে ফের ঊর্ধ্বমুখী।টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী এটা করছেন। আমরা সেই জন্য তাঁদের চিহ্নিত করছি। সেই দোকানগুলো সম্পর্কে মুখ্যমন্ত্রীর মিটিং-এ আমরা জানাব। ক্রেতাদের অভিযোগ, কোনও অভিযান কোনও ব্যবস্থাতেই কোনও কাজ হচ্ছে না। দামি হয়েছে মোবাইল ফোনে কথা বলা সুদ বাড়িয়ে ব্যক্তিগত বা গাড়ির ঋণে EMI-এর বোঝা বাড়িয়েছে SBI. এরই মধ্যে মড়ার ওপর খাঁড়ার ঘা দিয়ে চলেছে কাঁচা সবজির দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে অভিযান চালাচ্ছে রাজ্য সরকারের টাস্ক ফোর্স। ABP Ananda LIVE