Kultali News: ভেড়ির ধারে কুঁড়েঘরে লুকিয়ে, পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম
পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে সিপিএম নেতাকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের অঞ্চল কমিটির সদস্য, দাবি তৃণমূলের। কুলতলিকাণ্ডে এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল সর্দার। সায়রুলের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, ২ দিন ধরে কুলতলিতে ঠাকুরাইন নদীর ধারে ভেড়ির ধারে কুঁড়েঘরে লুকিয়ে ছিল সাদ্দাম। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে গতকাল রাতে সেখানে হানা দেয় পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় সাদ্দাম ও তার আশ্রয়দাতা মান্নানকে।


















