Chok Bhanga Chota: অবশেষে গ্রেফতার কুলতলির টানেল ম্যান, কুঁড়েঘরে লুকিয়ে থেকেও হল না শেষরক্ষা।
ABP Ananda Live: অবশেষে গ্রেফতার কুলতলির (Kultoli) টানেল ম্যান । অবশেষে পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। ২ দিন ধরে ভেড়ির ধারে কুঁড়েঘরে লুকিয়ে থেকেও হল না শেষরক্ষা। ফোনের টাওয়ার লোকেশন দেখে হানা পুলিশের । সাদ্দামের আশ্রয়দাতা সিপিএম নেতাকেও গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। ধৃত মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএমের অঞ্চল কমিটির সদস্য। দাবি তৃণমূলের কুলতলিকাণ্ডে এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল সর্দার । সায়রুলের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে । পুলিশের দাবি, ২ দিন ধরে কুলতলিতে ঠাকুরান নদীর ধারে ভেড়ির ধারে কুঁড়েঘরে লুকিয়ে ছিল সাদ্দাম। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে গতকাল রাতে সেখানে হানা দেয় পুলিশ হাতেনাতে পাকড়াও করা হয় সাদ্দাম ও তার আশ্রয়দাতা মান্নানকে ।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)