Arjun Singh: 'রাসায়নিক দিয়ে মারার চক্রান্ত চলছে', বিস্ফোরক অর্জুন। পাল্টা কুণাল
BJP News: ভাটপাড়া পুরসভার দুর্নীতি তদন্তে ভবানীভবনে অর্জুন সিংহ। টেন্ডার দুর্নীতির অভিযোগে প্রাক্তন বিজেপি সাংসদকে CID তলব। হাইকোর্টের নির্দেশে অর্জুনকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। ভবানীভবনে যাওয়ার আগে বিস্ফোরক অভিযোগ অর্জুনের। 'রাশিয়া থেকে রাসায়নিক এনে খুনের চক্রান্ত করা হচ্ছে'। '২-৩ মাসের মধ্যে কিছু হয়ে গেলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী, সরকার, CID', বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের।
ফের কলকাতা পুরসভায় সাপের দেখা মিলল। পুরসভার দোতলায় ক্লাবরুমের বাইরে, বারান্দায় দেখা মিলল সাপের। একদিন আগেই ডেপুটি মেয়রের ঘরে সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। বার বার সাপের দেখা পেয়ে আতঙ্কিত পুরসভার কর্মীরা। বনদফতরের কর্মীরা মেয়র ফিরহাদ হাকিমের ঘরে পৌঁছন বৃহস্পতিবার। সাপের খোঁজে সেখানে তল্লাশি চালান তাঁরা। (KMC Snake Fear) কলকাতা পুরসভায় এই নিয়ে দ্বিতীয় দিন সাপ দেখা গেল। এর আগে, বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে একটি সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। এর পর বৃহস্পতিবার সকালে কাউন্সিলরদের ক্লাবরুমের বাইরের বারান্দায় সাপ দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আলিপুর চিড়িয়াখানায়। সেখান থেকে সাপ ধরতে ছুটে আসেন লোকজন। মেয়রের ঘরেও চলে সাপের খোঁজ। (Kolkata News)