Loksabha Election: 'এটা আদি-নব্য বিজেপির লড়াই', কী বললেন রাজীব বন্দ্যোপাধ্যায় ? | ABP Ananda LIVE
LokSabha Election: তমলুক লোকসভা (Tamluk Lok Sabha Election) কেন্দ্রে ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে (Nandigram Poll) খুন বিজেপি নেতার মা। বিজেপি নেতার মা-কে পিটিয়ে-কুপিয়ে খুন। নিহত বিজেপি নেতার মায়ের নাম রথীবালা আড়ি। মৃতের ছেলে সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি এসসি মোর্চার অঞ্চল সম্পাদক। হামলায় গুরুতর জখম সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কলকাতায়। বিজেপি সমর্থক খুনে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। সোনাচূড়ার একাধিক দোকানে ভাঙচুর করে আগুন। রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভে বিজেপি। বেলা বারোটার পর অ্যাকশনে পুলিশ-র্যাফ। লাঠিচার্জ করে আন্দোলনকারী বিজেপি কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করল পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করল পুলিশ। BJP সমর্থক 'খুনে' অগ্নিগর্ভ নন্দীগ্রাম। আহতদের দেখতে হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী (BJP Leader Suvendu Adhikari)। আক্রান্তদের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা। এরপর বিজেপি নেতার মা রথীবালা আড়িকে 'পিটিয়ে ও কুপিয়ে খুনের' অভিযোগে নন্দীগ্রাম থানায় পৌঁছন তিনি। ন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দুর। 'IC-কে মজা দেখাচ্ছি', হুঁশিয়ারি বিরোধী দলনেতার।খুনির সঙ্গে আইসি বৈঠক করেছেন বলে অভিযোগ।