TMC Inner Clash: যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার দলেরই অঞ্চল সভাপতি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পাণ্ডুয়ায় (Pandua) তৃণমূল বনাম তৃণমূল(tmc inner clash)। যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার দলেরই অঞ্চল সভাপতি। সোমবার বাড়িতে ঢুকে যুব তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ। পঞ্চায়েত প্রধানকেও হুমকি, বাড়িতে হামলার অভিযোগ।পাণ্ডুয়া থানার হাতে গ্রেফতার অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। গ্রেফতার প্রাক্তন উপপ্রধান-সহ মোট ৪ জন।
নবান্নের (Nabanna)খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)! 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার'। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। 'ওভারলোডেড ট্রাক থেকে নির্দিষ্ট কোড দেখিয়ে টাকা তোলা হচ্ছে'। তার দায় কেন নেব, প্রশাসনিক বৈঠকে উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নানা অফিসিয়াল ফাইল, নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ মুখ্যমন্ত্রীর । কীভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্র । 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর: সূত্র।