Suvendu Adhikari: মহেশতলা ঢোকার মুখে বিক্ষোভের মুখে শুভেন্দু । চোর চোর বলে স্লোগান
ABP Ananda live: গোষ্ঠীদ্বন্দ্বে মহেশতলায় থানার সামনেই তাণ্ডব। আদালতের অনুমতি নিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। এভাবে আটকাতে পারবে না, হিংসার বিচার হবেই বলে হুঙ্কার। মহেশতলা ঢোকার মুখে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। চোর চোর বলে স্লোগান।
আরও খবর..
কেন্দ্রের নির্দেশিকা আর তা নিয়ে ফের সংঘাতের পথে হাঁটল রাজ্য। জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষ্যে ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালনের কেন্দ্রের চিঠি আসা মাত্রই তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। এরই পাশাপাশি নজরে থাকবে রাজ্যে থমকে থাকা ১০০ দিনের কাজ চালুর জন্য সময় বেঁধে কেন্দ্রকে নির্দেশ দিল আদালত। এবং নজরে থাকবে আদালতের অনুমতিতে এক সপ্তাহ পর হিংসা বিধ্বস্ত মহেশতলায় গেলেন শুভেন্দু অধিকারী, সেখানেও তৈরি হল বিতর্ক।
পুজোর থিম 'অপারেশন সিঁদুর', পুলিশের নোটিস। সন্তোষ মিত্র স্কোয়ারের এ বারের থিম 'অপারেশন সিঁদুর'। ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিস মুচিপাড়া থানার পুলিশের । উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশের নোটিস, অভিযোগ সজল ঘোষের । 'স্টল বসানোয় নিষেধাজ্ঞা, কতজন ভলান্টিয়ার রাখতে হবে', কলকাতা পুলিশের বৈষম্যমূলক আচরণ, অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। গতবছর সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় দেখেই দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এই নোটিস, পাল্টা দাবি পুলিশের। 'গত ২ বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ পরিদর্শনে আসেন না পুলিশ কমিশনার'



















