Maheshtala News: রণক্ষেত্র মহেশতলা। ইটবৃষ্টি, ভাঙচুর । মোতায়েন প্রচুর পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দোকান বসানো নিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র মহেশতলা। ইটবৃষ্টি, ভাঙচুর। রক্ত ঝরল উর্দিধারীদের। পাল্টা অ্যাকশন পুলিশের। রাতভর অভিযুক্তদের খোঁজে তল্লাশি। গ্রেফতার বেড়ে ৪১। সকালে থমথমে এলাকা। মোতায়েন প্রচুর পুলিশ, মাইকে প্রচার।মহেশতলাকাণ্ডে আহত ডিসি পোর্ট হরিকৃষ্ণ পাই। পাহাড়পুর রোডের হাসপাতালে ভর্তি। মাথায় ৩ টি সেলাই। জখম কলকাতা পুলিশের আরও ১৩ কর্মী।
আরও খবর...
বিকাশ ভবনের সামনে ধুন্ধুমারকাণ্ডে আরও ২ চাকরিহারা শিক্ষককে তলব। চাকরিহারা ২ শিক্ষককে তলব বিধাননগরের গোয়েন্দা পুলিশের। আজ সকালে বিধাননগর উত্তর থানায় তলব হাবিবুল্লাহ ও আবদুল্লা মণ্ডলকে। মুর্শিদাবাদে ২ চাকরিহারা শিক্ষকের বাড়িতে চিঠি। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে কাজে বাধা-সহ একাধিক অভিযোগ
কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। তাই আগামীকাল ও পরশু রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি।যদিও পার্বত্য এলাকার স্কুলে এই ছুটির নির্দেশ কার্যকর হবে না, এক্স হ্যান্ডল পোস্টে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু



















