Malda: প্রধানের ভাই বা ভাইপো বলে সেচ বাঁধের মাটি তোলা যাবে না: সেচ প্রতিমন্ত্রী।Bangla News
মালদায় বালি মাফিয়ার দৌরাত্ম্য নিয়ে পুলিশকেই কাঠগড়ায় তুললেন তৃণমূলের বিধায়ক। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের অভিযোগ, বালি মাফিয়াকে মদত দিচ্ছে রতুয়া থানার আইসি। টাকা নিয়ে মদত দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর এই অভিযোগ করে তাঁর দাবি, এভাবে চললে ফুলহার নদীর বাঁধ ভেঙে পড়বে। বিধায়ক জানান, তিনি জেলাশাসক, পুলিশ সুপার থেকে এডিজি-র কাছে অভিযোগ জানিয়েছে। যদি তাতে কাজ না হয় তাহলে মুখ্যমন্ত্রীকে জানাবেন। যদিও মালদার পুলিশ সুপার অমিতাভ মাইতির দাবি, পুলিশ কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়।
"সেচ বাঁধের মাটি নদীর পাড় থেকে তোলা হচ্ছে। তোলা হচ্ছে ইট বানানোর জন্যেও। আমরাই যদি গর্ত খুঁড়ে কুমির ডেকে আনি, তাহলে কেউ কাউকে বাঁচাতে পারবো না। কোনও প্রধানের ভাই বা ভাইপো বলে মাটি তুলে নিয়ে চলে যাবে তা আমরা আর বরদাস্ত করবো না", রতুয়ার সভামঞ্চ থেকে বললেন রাজ্য সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।