Mamata Banerjee: 'আসুন দেখি কত ক্ষমতা ?' বাংলা ভাগ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
এত সহজে বাংলা ভাগ? আসুন দেখি কত ক্ষমতা ? বাংলা ভাগ ইস্যুতে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সোমবার বিধানসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বঙ্গের রঙ্গমঞ্চে জোর তরজা চলছে বঙ্গভঙ্গ ইস্যুতে। সোমবার বাংলা ভাগ ইস্যুতে বিধানসভার ভিতরে বিজেপিকে একহাত নিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বললেন, কেউ বলছেন, উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব পরিষদের মধ্যে ঢুকিয়ে দাও, কেউ বলছেন, কোচবিহারকে আলাদা রাজ্য করে দাও। কেউ বলছেন, মালদা, মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করো। উত্তর থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই। বাংলা ভাগের চক্রান্ত করছে। শুভেন্দু বলেন, 'বিজেপির পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, UT, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, রহিঙ্গা-অনুপ্রদেশকারীদের ঘাড় ধরে বের করতে হবে।'