Mamata banerjee: বাংলা ভাগ করতে দেব না, হাওড়ায় হুঙ্কার মমতার
বাংলা ভাগ করতে দেব না। দাঙ্গাকারীদের মদত দেব না। যাঁদের কাজ নেই, সকাল থেকে টিভির সামনে বসে পড়ে। এই যে এত কাজ হচ্ছে দেখাও, দেখাবে না। ওই একটা টিকটিকি পড়ে গেল। সারাদিন চলছে তো চলছে, চিতায় যেন আগুন জ্বালাচ্ছে। একটা ভালো কথা বলে না। কারণ কেন্দ্র বলে দিয়েছে, বিজেপি যা বলবে, তাই শুনতে হবে। নয়তো চ্য়ানেল কেটে দেওয়া হবে। দিল্লি থেকে অনেক নতুন চ্ানেল এসেছে। সারাক্ষণ বসে বসে আমাদের বিরুদ্ধে বসে যা.। আমি বলি যা খুশি বলো। মানুষের কাজ করব। তোমরা আমায় গালাগালি দিলে আমার গালে ফোসকা পড়বে না। তোমরা আমায় গালাগালি দিলে, আমি আরও কাজ করব। কেউ যদি তোমায় গালাগালি দেয়, দিতে দাও। ভয় পেও না। লড়ে যাও, লড়ে যাও। লড়াই করো, জয় হবেই। লড়তে হলে লড়ো। গড়তে হলে গড়ো। না হলে দড়ি আর কলসি আছে, তারপরের টা কী হবে? কাজেই আমাদের সঙ্গে চ্য়ালেঞ্জে এস না, হাওড়ার পাঁচলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য।