Mamata Banerjee: 'কাজ না করে ভাষণ দিলে,সমালোচনা করলে, আমার দয়া-মায়া নেই', দলীয় কর্মীদের বার্তা মমতার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'তৃণমূল স্তর থেকে কাজ করেছি, মাটিটাকে চিনি, বুঝি' । 'দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মোট ৪২ জন সাংসদ আছেন' । ২৪-এর ভোটে ৫টি আসনে কারচুপি হয়েছে, না হলে ৩৪টি আসন পেতাম' । বুঝতে হবে, মানুষই আমাদের পাহারাদার' । 'গণতন্ত্রের এমন দুরবস্থা আগে দেখিনি' । ভোট এলেই এজেন্সির তৎপরতা বেড়ে যায়' । ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে' । 'জেলে তো তৃণমূলের অনেককেই পুরেছেন, কী প্রমাণ করতে পারলেন?' । তৃণমূল নেতাদের ফোন ট্যাপ করা হয়' ।'দিল্লি-মহারাষ্ট্রর কায়দা এখানে করতে এলে, ধরব' । বিজেপির আয়ু ২ থেকে ৩ বছর', মেগা বৈঠকে দলীয় কর্মীদের বললেন মমতা ?
শহরে ফের ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা
শহরে ফের ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা। প্রতারণার জালে প্রাক্তন সেনা জওয়ান। আর্থিক তছরুপ মামলায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার অভিযোগ। ধাপে ধাপে ১ কোটি ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১। গুজরাতের সুরাট থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার।



















