Mamata Banerjee: ৩-৪টে আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: '৩-৪টে আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে', 'বিজেপি এখন এগিয়ে ৯০টি আসনে', 'এখনও বিজেপি মিথ্যা কথা বলছে', 'এই জয়ের উৎসব পালন করা হবে আগামী ২১ জুলাই' । 'সাংসদদের বলা হয়েছে বসে থাকার জন্য কেউ যাবেন না', 'দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা অপেক্ষা করছি','সংসদে আমরা এনআরসি বাতিল করার দাবি তুলব'
'ওদের একটু সামলাতে দিন, কাকে কাকে সন্তুষ্ট করতে হবে?', 'সিএএ বাতিল করতে হবে', 'রাজ্যসভা-লোকসভা মিলিয়ে আমাদের ৪২ জন সাংসদ', বললেন মমতা
বাংলায় সবুজ ঝড়ের পর কেন্দ্রে শপথ নিতে চলা বিজেপি-কে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি লোকসভা নির্বাচনে একার জোরে যে আসন পেয়েছে, তা দিয়ে সরকার চালানো যায় না, তিনি হলে ক্ষমতায় বসতেন না বলে জানালেন তৃণমূলনেত্রী। বেআইনি ভাবে বিজেপি কেন্দ্রে সরকার গড়ছে বলে অভিযোগ করেন মমতা। দল ভাঙানো নিয়েও এদিন মমতা বিজেপি-কে আক্রমণ করেন তিনি।
শনিবার কালীঘাটে বিজয়ী তৃণমূল সাংসদ, জেলা সভাপতি এবং নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "সব সাংসদদের বলব, নিজের নিজের দলকে মজবুত করুন। আবারও দল ভাঙানোর চেষ্টা শুরু করেছে। ওদের বুঝতে হবে, দল ভাঙানোর কাজ ঠিক নয়। এভাবে চললে, নিজের দলই ভেঙে যাবে। আমরা ভাঙব না, ভিতর থেকেই ঘুণ ধরবে। দলের ভিতরে আপনাদের সকলে খুশি নয়। সেটা বোঝা যাচ্ছে।"