Narendra Modi: ৫ সঙ্কট নিয়ে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর। পাল্টা পাঁচ ইস্য়ুতে মোদিকে জবাব মমতার
১. হিংসা, অরাজকতা, ২. নারী নিরাপত্তাহীনতা, ৩. বেকারত্ব ৪. দুর্নীতি ৫. গরিবের অধিকার হরণ। এই পঞ্চবাণেই, আধঘণ্টার বক্তৃতায়
তৃণমূলকে চড়া সুরে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। পাল্টা পাঁচটা ইস্য়ু তুলেই নরেন্দ্র মোদিকে জবাব দিল রাজ্য়ের শাসক দল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, প্রধানমন্ত্রী দুর্নীতি নিয়ে কথা বলেছেন, আগে ওঁকে জিজ্ঞেস করুন আপনার দুর্নীতির পরিমাণ কত?
আরও খবর...
বাংলা আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতেই উপভোক্তাদের টাকা চেয়ে ফোন স্থানীয় তৃণমূল নেতার, বলে অভিযোগ।' ছ' হাজার টাকা দিতে হবে,যা পার্টি ফাণ্ডে জমা হবে' বলে হুমকি। বাড়ি বিক্রি করেও টাকা দিতে হবে। অভিযোগ, উপভোক্তাকে ফোনে হুমকি দিয়ে টাকা চাইছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী ! ইতিমধ্যে সেই টাকা চাওয়ার ফোনের কথোপকথন প্রকাশ্যে এসেছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ।



















