![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dilip Ghosh:’আমাদের মতাদর্শের অনেক ট্রেড ইউনিয়নও কেন্দ্রের নীতির বিরোধীতা করেই থাকে’, মন্তব্য দিলীপ ঘোষের।Bangla News
এবার মোদি সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাটশিল্পে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরুদ্ধে সরব ব্যারাকপুরের বিজেপি সাংসদ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি অর্জুন সিংহর। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পাট শিল্প বাংলার অর্থনীতির একটা বড় দিক, চা যেমন উত্তরবঙ্গের। দুর্ভাগ্যবশত বহু বছর ধরে দুটো শিল্পই আমাদের রুগ্ন। দক্ষিনবঙ্গে পাটশিল্পেও কারখানা বন্ধ হতে হতে শেষের দিকে চলে গেছে। অর্জুনদা বহু বছর ধরে বিভিন্নভাবে এই শিল্পের সাথে যুক্ত। তিনি জানেন ব্যাপারটা। কিন্তু পাটের সমস্যা নিয়ে প্রথমত পশ্চিমবঙ্গের সরকারকে সরব হতে হবে। উনি আমাদের এমপি, মন্ত্রী হিসেবে অনেকের সাথে দেখাও করেছেন অনেক চেষ্টাও করেছেন। হয়ত কোন সমস্যা আছে। কিন্তু রাজ্য সরকারকেও সঙ্গে লাগবে। তারা যদি কেন্দ্র সরকারের সঙ্গে কথা না বলেন, একজন নেতা, মন্ত্রী বলে দিলে তো আর হয়ে যায় না। এত বড় শিল্প লক্ষ্য লক্ষ্য লোক যুক্ত আছেন। আমাদের মতাদর্শের অনেক ট্রেড ইউনিয়নও কেন্দ্রের অনেক নীতির বিরোধীতা করেই থাকেন। সবাই মিলে একসাথে বসে একটা নীতি ঠিক করা উচিত।“
![Firhad Hakim Controversy : বিতর্কিত মন্তব্যে দলের হুঁশিয়ারি, ব্যাখ্যা ববি-কন্যার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/a37a329085c57f57e7df14db95c9bcc21734451100912535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Recruitment Scam : হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে শুনানি শেষ, রায়দান স্থগিত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/7b4d6aa51f2714237c0ca3f1d7f079181734449498462535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Firhad:'মানুষ কুৎসা করে, হয় তাঁর স্বভাবে, নয়তো অভাবে', ফিরহাদ-বিতর্কে মুখ খুললেন কন্যা প্রিয়দর্শিনী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/555abcb40445ef37057d10fcdc939c241734448150230535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Firhad Hakim : সংখ্যালঘু বিতর্কে বাবার পাশে ফিরহাদ কন্যা, 'উর্দুতে বলা বক্তব্যের ভুল বাংলা অনুবাদ' !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/ce5350791b60c48ebacce9bbf55aae7f1734447691209535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Recruitment Scam:৫বার কোর্টে গরহাজির,কী অবস্থা সুজয়কৃষ্ণের?কেন্দ্রীয় সরকারের হাসপাতালে কাকুর 'টেস্ট'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/17/c683d24a59e272fb86ad5e4644f7b5451734446228151535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)