Morning Headlines: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার অকথ্য ভাষায় গালাগালি, ২ দিন পরে গ্রেফতার। Bangla News
আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব। অকথ্য ভাষায় গালাগালি, খুনের হুমকি। ২ দিন পরে গ্রেফতার।
আলিয়ায় টিএমসিপির বহিষ্কৃত ছাত্রনেতার তাণ্ডব, ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত। খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু।
আলিয়াকাণ্ডে আজ মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। (ধনকড়- রাজনীতিমুক্ত দরকার শিক্ষাঙ্গন।
পুলিশকে খবর দিলেও আসেনি, দাবি উপাচার্যের। কণ্ঠস্বর তৃণমূল ঘনিষ্ঠ জিম নওয়াজের, দাবি আলিয়ার পড়ুয়াদের।
৮ মাস আগের কথোপকথন, বিকৃত করে ভাইরাল, দাবি তৃণমূল ঘনিষ্ঠ জিম নওয়াজের। পরিকল্পনা করেই হেনস্থা উপাচার্যকে ? বাইরের লোকের ইন্ধন ? উঠছে প্রশ্ন।
রামপুরহাট হত্যাকাণ্ডের দু সপ্তাহের মাথায় বগটুই গ্রামে তৃণমূল উপপ্রধান খুনে অভিযুক্তের বাড়ির পাশ থেকেই উদ্ধার ড্রামভর্তি বোমা। নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড।
আরও বড় অশান্তি সৃষ্টির জন্যই কি বোমা মজুত ? মুখ্যমন্ত্রী সহ ভিআইপিরা বগটুই যাওয়ার আগে তল্লাশিতে কেন উদ্ধার হল না বোমা ? নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন।