Morning Top News : বেথুয়াডহরি ট্রেন-ভাঙচুরকাণ্ডে গ্রেফতার ২৫, স্বাভাবিক হচ্ছে পাঁচলা: ABP Ananda
পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের আঁচ এবার নদিয়াতেও। বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জারে ভাঙচুর। বেথুয়াডহরি হাসপাতালের সামনে ও ৩৪ নম্বর জাতীয় সড়কে দোকান, এটিএম ও বাড়িতে ভাঙচুর।
হামলার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। শান্তি বজায় রাখার আহ্বান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। শান্তি ফেরাতে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আবেদন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের।
সুকান্ত মজুমদারের পর এবার শুভেন্দু অধিকারী। ১৪৪ ধারা ও নিরাপত্তার যুক্তি দেখিয়ে হাওড়া যাওয়ার পথে তমলুকেই বিরোধী দলনেতাকে আটকাল পুলিশ। প্রায় ২ ঘণ্টা পর মেলে কলকাতা যাওয়ার অনুমতি। আজ আদালতের দ্বারস্থ হওয়ার দাবি শুভেন্দু অধিকারীর।
পুলিশি বাধায় হাওড়া যেতে না পেরে মুখ্যসচিবকে চিঠি শুভেন্দু অধিকারীর। শনিবার রাত থেকে কাঁথির বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড তৈরির অভিযোগ। সীমা লঙ্ঘন করেছেন কাঁথির আইসি। হরিকৃষ্ণ দ্বিবেদীকে লেখা চিঠিতে অভিযোগ বিরোধী দলনেতার।