Nishikanta Dubey: নিশিকান্ত দুবেকে সমর্থন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের। ABP Ananda Live
BJP News: ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, এ রাজ্যের মালদা-মুর্শিদাবাদ এবং বিহারের চারটে জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক। এবার তাঁর সেই বক্তব্য়কে সমর্থন জানালেন, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। ২০১৪-র পর ১৭টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি, দাবি সিবিআইয়ের । নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের । ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯জনের নিয়োগ বেআইনি, দাবি কেন্দ্রীয় এজেন্সির । সবথেকে বেশি বেআইনি নিয়োগ দঃ দমদম পুরসভায়, উল্লেখ সিবিআই চার্জশিটে । দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময়ে ৩২৯ জনের নিয়োগ, দাবি সিবিআইয়েরকামারহাটি: ৩০৩, বরানগর: ২৭৬, টিটাগড়: ২২১ জনের নিয়োগ বেআইনি: সিবিআই । কৃষ্ণনগর পুরসভায় ২০০, রানাঘাট: ১০১জনের বেআইনি নিয়োগ: সিবিআই চার্জশিট । কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভাতেও বেআইনি চাকরির অভিযোগ।