Partha Chatterjee: ডিভিশন বেঞ্চে খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন ।Bangla News
ডিভিশন বেঞ্চে খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন। রক্ষাকবচের আবেদন খারিজ করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই’। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক। আবেদনে উল্লেখ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিজে থেকে তাঁর পদত্যাগ করা উচিত। নাহলে আশা করব মুখ্যমন্ত্রী-রাজ্যপাল তাঁকে সরানোর বিষয়টি ভেবে দেখবেন। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক। আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক হবে না। জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ।
![Dumdum Robbery: গভীর রাতে বৃদ্ধার গলায় অস্ত্র ঠেকিয়ে, মুখ চেপে লুঠপাঠ, কী বললেন বৃদ্ধা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/25e88bb612bb220a774f767c29f19e2f1739798018175535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)