Partha Chatterjee: অসুস্থ শিক্ষা দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অসুস্থ শিক্ষা দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় । কাঁধে ব্যথা, পা ফুলে গেছে, আক্রান্ত হয়েছেন চর্মরোগেও । প্রেসিডেন্সি জেলের তরফে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে এসএসকেএম কর্তৃপক্ষকে । মে়ডিক্যাল বোর্ড বসিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসার জন্য বলা হয়েছে । জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করেছেন এসএসকেএম-এর চিকিৎসকরা
আরও খবর..
গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। বিক্ষোভের সময় হাজির ছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। মন্ত্রী-সাংসদ-বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলকর্মীদের একাংশ। কোনও বাজে কথা বললে কারও রেহাই নেই, হুঁশিয়ারি বঙ্কিমের। গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা, সুব্রত মণ্ডল ও প্রতিমা মণ্ডল।
উপ নির্বাচনের আগে আবাস যোজনার টাকা বিলির জন্য তালিকা চাওয়ার অভিযোগ। ভোটের আগে বাঁকুড়ার ইন্দপুরের বিডিও-র বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। আবাস যোজনার টাকা গ্রামবাসীদের দিয়ে দেওয়ার জন্য তালিকা চান ওই বিডিও, অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির।