Pc Chandra Jewellers: মাধ্য়মিকের কৃতী ১৩ জন গরিব মেধাবী পড়ুয়ার হাতে স্কলারশিপ তুলে দিল পিসি চন্দ্র গোষ্ঠী
ABP Ananda LIVE: মাধ্য়মিকের কৃতী ১৩ জন গরিব মেধাবী পড়ুয়ার হাতে স্কলারশিপ তুলে দিল পিসি চন্দ্র গোষ্ঠী। পিসি চন্দ্র গার্ডেনে একটি বিশেষ অনুষ্ঠানে তাঁদের হাতে তুলে দেওয়া হয়
জে এন চন্দ্র অনুপ্রেরণা স্কলারশিপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্র্য়ান্ডমাস্টার দিব্য়েন্দু বড়ুয়া
আরও খবর...
গত কয়েকদিনে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে BLO-দের বারবার কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এবার সেই ইস্য়ুকেই সংসদে নিয়ে গেল বিজেপি। এই ইস্য়ুতে আলোচনা চেয়ে রাজ্যসভায় চিঠি দিলেন শমীক ভট্টাচার্য। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেনদুশেখর রায়ের পাল্টা অভিযোগ, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে সায়েন্টিফিক রিগিংয়ের চেষ্টা করছে বিজেপি।
এক মাসেই রাজ্যে পরপর খুন ৮ তৃণমূল নেতা-কর্মী! কোন্নগরে শাসক নেতাকে কুপিয়ে হত্যা, কেটে নেওয়া হল কব্জি, নেপথ্যে কারা?
টানা বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়া। ভেলায় চেপে হাসপাতালে রোগী। প্রতিবছর বর্ষায় ডুবে যায় এলাকা। দাবি স্থানীয়দের। খালে পলি জমে বিপত্তি, সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের।


















