PM Modi: পরপর ৩ বার কী করে একই সরকারে ভরসা ? মাস্টারস্ট্রোক নিয়ে মুখ খুললেন মোদি
PM Modi On Govt: চলতি সপ্তাহে রাহুল গাঁধী তীব্র আক্রমণ করেছিলেন বিজেপি ও মোদি সরকারকে। গেরুয়া শিবির যে বারবার কথায় কথায় 'সংবিধান' আওড়ান, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। এদিকে এরই মাঝে বাংলার গণপিটুনির ইস্যুতে তোলপাড়া রাজ্য রাজনীতি। যার আঁচ পৌঁছেছে সংসদ অবধি। দেশে সদ্য তিনটি আইন কার্যকর হয়েছে। এই ইস্যুতেও কথা বলেন রাহুল। আজ নাম না করলেও পাল্টা আক্রমণ করলেন এবার প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, '৬ দশক পর দেশবাসী পরপর ৩ বার একই সরকারে ভরসা রেখেছেন। কিছু মানুষ জেনেবুঝে দেশের মানুষের রায়কে ব্ল্যাকআউট করার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত তাদেরই পরাজয় হচ্ছে। কংগ্রেস বারবার বলছে, এক তৃতীয়াংশ সরকার। এক তৃতীয়াংশ হয়েছে, আরও দুই তৃতীয়াংশ বাকি আছে। এই নির্বাচনে বিরোধীদের অ্যাজেন্ডাকে পরাস্ত করেছে দেশবাসী। সংবিধানের প্রতিটি শব্দ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজ যাঁরা সংবিধান হাতে নিয়ে বিরোধিতা করছেন, তাঁরাই সংবিধান দিবস পালন করতে চাননি। বিকশিত ভারত গঠনের জন্যই দেশের মানুষ তৃতীয়বার আমাদের ক্ষমতায় এনেছে। কিছু মানুষ অটো পাইলট মোডে সরকার চালাতে পছন্দ করেন। কিন্তু আমরা পরিশ্রমে বিশ্বাস করি। তাই ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।' ABP Ananda LIVE
![Arms Recovery: কার্তুজ-কাণ্ডে ধৃত নদিয়ার শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত দত্ত, কী বললেন অভিযুক্তর স্ত্রী ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/305cfaafb67c748d3c56acf4b55e17e41739705934458894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/327cdf347c924c30c9d26015b04094b51739704301642894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : নিজের বাড়িতে বসেই বারুদের চক্র চালাত হাজি রশিদ মোল্লা ? কার্তুজকাণ্ডে তদন্তে STF](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/defd4daf86941af4981ebbe489531b051739699967550535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Arms Recovery : ফারুককে অস্ত্রের যোগান দিত কে ? কার্তুজকাণ্ডে ধৃতের রিপোর্টে চাঞ্চল্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/e4836b9e135ed639c111f9afe78b462d1739699176281535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kultali Arms Recovered : ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার। জীবনতলার পর এবার কুলতলির দেউলবাড়ি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/4a0b244a1d2d329e4c9e3425b40b1f311739696935206535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)