(Source: ECI/ABP News/ABP Majha)
AMRUT: পাঁচ বছর পার, বর্ধমান পুরসভা এলাকায় বিশ বাঁও জলে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আম্রুত’ | Bangla News
কেটে গেছে পাঁচ পাঁচটা বছর। বর্ধমান পুরসভা এলাকায় বিশ বাঁও জলে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আম্রুত’। দামোদরের জল এখনও পৌঁছয়নি এলাকাবাসীর ঘরে ঘরে। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।
তৈরি হয়েছে উঁচু জলাধার। পুরোনো বদলে নতুন পাইপ বসেছে রাস্তায় রাস্তায়। কিন্তু পাইপে বয়ে দামোদরের জল পৌঁছয়নি ঘরে। বর্ধমান পুরসভা এলাকায় এখনও বিশ বাঁও জলে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আম্রুত’ বা Atal Mission for Rejuvenation and Urban Transformation। কেন্দ্রের বরাদ্দ করা টাকায়, এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট বা MED-র কাঁধে। বর্ধমান পুরসভা সূত্রে খবর, ২০১৬ সালে কেন্দ্রীয় সরকারের ‘আম্রুত’ প্রকল্পে দামোদরের জল পরিশ্রুত করে, পুরসভা এলাকায় বাড়ি বাড়ি জল সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়। প্রথমে ঠিক হয়, বর্ধমান লাগোয়া ইদিলপুর থেকে দামোদরের জল তুলে সরবরাহ করা হবে। কিন্তু ইঞ্জিনিয়াররা সরেজমিনে এলাকা পরিদর্শন করে ও DVC-র সঙ্গে কথা বলে বুঝতে পারেন, বছরের অন্তত ৬ মাস দামোদরের জল পাওয়ার সম্ভাবনা নেই। পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদদের সঙ্গে আলোচনা করে গলসির জুজুটি থেকে সরবরাহের পরিকল্পনা হয়।
তবে বলা হয়, ওখানের খাদান থেকে বালি তুললে, জল পেতে সমস্যা হবে। পাশাপাশি পুরসভা এলাকার ৭০% এলাকায় পাইপ লাইন পাতা গেলেও বাকি রাস্তা নিয়ে সমস্যা তৈরি হয়। বাসিন্দাদের অভিযোগ, আশ্বাসই সার। জলসঙ্কট মিটছে না কিছুতেই। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কিন্তু, এই জল-যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কবে? সংশয়ে এলাকাবাসী।