Rabindranath Statue Controversy: ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে রবীন্দ্রমূর্তি ঘিরে বিতর্ক!
ABP Ananda Live: ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে রবীন্দ্রমূর্তি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। মূর্তিটি বসিয়েছে বোলপুর পুরসভা, আপত্তি জানিয়েছে বিশ্বভারতী। তাদের যুক্তি, ব্রহ্ম আশ্রম হিসাবে পরিচিত শান্তিনিকেতন, এখানে মূর্তিপুজো হয় না। মূর্তি উন্মোচনের কথা ছিল এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহর। বিতর্কের মাঝে বাতিল হয়েছে অনুষ্ঠান।
কবিগুরুর শান্তিনিকেতনে রবীন্দ্রমূর্তি ঘিরেই বিতর্ক ৷ 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনের বাফার জোনে প্রায় ১৫ ফুট উচ্চতার রবীন্দ্রনাথের মূর্তি বসিয়েছে বোলপুর পুরসভা৷
যা নিয়ে আপত্তি তুলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করে নিরাকার ব্রহ্ম উপাসনা শুরু করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর৷ পরবর্তী কালে রবীন্দ্রনাথ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন৷
দেশের আর পাঁচটি বিশ্ববিদ্যালয়ের চেয়ে সমপূর্ণ আলাদা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সংসকৃতি, পঠন-পাঠন পদ্ধতি। বিশ্ববিদ্যালয়ের কোথাও মহর্ষি বা রবীন্দ্রনাথের মূর্তি নেই। রবীন্দ্রনাথের জন্ম বা মৃত্যু দিনে মাল্যদান করা হয় তাঁর চেয়ারে ।২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয়। সদ্য ইউনেস্কোর সদস্যরা বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ওয়ার্ল্ড হেরিটেজের সীমানা চিহৃত করেন৷