Ratha Yatra 2024: মুচিবাজার, চণ্ডীতলা থেকে বড়িশা, দমদম! রথে মাতোয়ারা কলকাতা। ABP Ananda Live
কলকাতার উত্তর থেকে দক্ষিণ, রবিবার রাজপথে গড়ায় জগন্নাথ দেবের রথের চাকা। যাতে অংশ নিতে দেখা গেল রাজনীতির আঙিনায় বছরভর ব্যস্ত থাকা মুখগুলোকে। মুচিবাজার, চণ্ডীতলা, ক্রিস্টোফার রোড, বড়িশা, দমদম সেভেন ট্যাঙ্ক- কেউ নিজে দাঁড়িয়ে পরিচালনা করলেন রথযাত্রা। কেউ আবার টান মারলেন রথের রশিতে। কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান অনিন্দ্য রাউতকে রবিবার, রথযাত্রার দিন দেখা গেল একেবারে অন্য ছন্দে। উত্তর কলকাতার মুচিবাজারের রথযাত্রা পুরীর রথযাত্রা আদলে, উত্তর কলকাতার মুচিবাজার এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে প্রথা মেনে আয়োজন করা হয় রথযাত্রা উৎসবের। এ যেন কলকাতার বুকে একটুকরো শ্রীক্ষেত্র। নিষ্ঠার সঙ্গে আরাধনা করা হয় বিশালদেহী জগন্নাথ দেবের মূর্তিকে। রীতি মেনে ভোগ রান্না করে বাঁকে করে নিয়ে এসে নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। দাঁড়িয়ে থেকে বিষয়টি পরিচালনা করেন কলকাতা পুরসভার বরো ৩-এর চেয়ারম্যান অনিন্দ্য রাউত।
বেহালা চণ্ডীতলায় রথযাত্রা (Ratha Yatra 2024 ) এবার ৭৩ তম বছরে পা দিল। রবিবার বেহালা চণ্ডীমন্দিরের সামনে থেকে যাত্রা শুরু করে রায়বাহাদুর রোড হয়ে ভাইবোনের সঙ্গে এলাকা প্রদক্ষিণ করেন জগন্নাথ দেব। রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন মেয়র পারিষদ ও তৃণমূল নেতা তারক সিং। বড়িশা সর্বজনীন রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে প্রতিবারের মতো এবছরও রীতি মেনে বেহালার রাজপথে গড়াল রথের চাকা। যা একসময় পরিচিত ছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের রথযাত্রা, কালের নিয়মে এখন তাই পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। এবার ৩০৬ বছরে পদার্পণ করল এই রথযাত্রা। বেহালা সখেরবাজার হয়ে এলাকা প্রদক্ষিণের সময় জগন্নাথ-বলরাম-সুভদ্রার যাত্রাপথের সঙ্গী হন অগণিত মানুষ। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও বরো ১৬-র চেয়ারম্যান সুদীপ পোল্লে এবং কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়।
দমদম সেভেন ট্যাঙ্কে রথযাত্রা এদিকে দমদম সেভেন ট্যাঙ্কে নিজের পাড়ায় জগন্নাথ দেবের আরাধনায় মাততে দেখা গেল রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা শান্তনু সেনকে।