Recruitment Scam: ফের অসুস্থ পার্থ। প্রেসিডেন্সি জেলে শ্বাসকষ্ট, আনা হল এসএসকেএমে
Partha Chatterjee: একে একে দুর্নীতির মামলায় সতীর্থদের জামিন, ফের অসুস্থ পার্থ। প্রেসিডেন্সি জেলে 'শ্বাসকষ্ট', পার্থকে আনা হল এসএসকেএমে। নিয়োগ দুর্নীতি মামলায় ২০০দিন ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। বুকে 'ব্যথার' পরে এবার 'শ্বাসকষ্ট', অবজার্ভেশন ওয়ার্ডে পার্থ।
'সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়েছে, এটা আমার কাছে কোনও খবরই নন। এই ঘটনার মধ্যে যে একমাত্র দোষী ধরা পড়েছিল তার একদিন না একদিন শাস্তি হবেই। ৪৮ ঘণ্টা পরেই সঞ্জয় রায়কে ধরেছিল কলকাতা পুলিশ। আমরা এখনও তিমিরেই পড়ে আছি। সিবিআইয়ের তরফ থেকে কী এগোল? একজনের পক্ষে এই খুন করা সম্ভব নয়, ৫-৬ জন মিলে করা সম্ভব। একজন ধরা পড়ল বাকিরা কোথায়? বাকিরা যদি ঘরে বসে থাকে তাহলে আমি নিরাপদ কোথায়?' বললেন দেবলীনা দত্ত।



















