(Source: ECI/ABP News/ABP Majha)
Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপসের আড়াই কোটি টাকা মূল্য়ের জমিও বাজেয়াপ্ত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি । কলকাতার পাটুলিতে মোট ১৮ কাঠার ৩টি জমি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত
খড়দায় প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডলের আড়াই কোটি টাকা মূল্য়ের জমিও বাজেয়াপ্ত । এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে একাধিক সংস্থার নাম উল্লেখ করেছে ইডি । কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, নতুন আরও ৪টি সংস্থার হদিশ মিলেছে, খবর সূত্রের । ইডি-র সন্দেহ, এই সংস্থাগুলির মাধ্য়মে কালো টাকা সাদা করা হত, খবর সূত্রের
আগুন লাগার খবর পেতেই ইতিমধ্যেই একের পর এক দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। অক্সিজেন মাস্ক পরে ভিতরে ছুটে ঢোকেন দমকল কর্মীরা। মল খালি করে দিয়েছে দমকল বাহিনী। ভেন্টিলেশন চালু রাখতে কাচ ভেঙে দিয়েছে দমকল বাহিনী। ভিতরে থাকা সবাইকে বের করে নেওয়া হয়েছে বলে খবর। মলের কর্মীদের নিয়ে এসে রাখা হয়েছে পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেছেন, 'পূর্ণাঙ্গ তদন্ত হবে।'