RG Kar Case: জুনিয়র ডাক্তারদের মিছিলে সামিল হলেন বহু সাধারণ মানুষ। ABP Ananda Live
প্রতিবাদের বেগ যেন আরও বাড়ছে। সুবিচারের দাবিতে দিকে দিকে আরও জোরালো হচ্ছে আন্দোলন। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের মিছিলে সামিল হলেন বহু সাধারণ মানুষ। আলো নিভল কফি হাউসের। শ্য়ামবাজারে আজ দুপুর সাড়ে ৩ টে থেকে পরদিন ভোর সা়ড়ে ৩টে, ১২ ঘণ্টা প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন মায়েরা।
এক হাতে প্রতীকী চোখ, এক হাতে মগজ। লালবাজার অভিযানে শিরদাঁড়ার পর, এবার স্বাস্থ্য়ভবন অভিযানে জুনিয়র ডাক্তারদের হাতে দেখা গেল, ব্রেন, চোখ ও টিবিয়ার মডেল। সঙ্গে ঝাঁটা নিয়ে স্বাস্থ্যভবন সাফাই অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা।
আর জি কর-কাণ্ডের সুবিচার-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে, স্বাস্থ্য় ভবনের বাইরে সারারাতব্য়াপী অবস্থানে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের সমর্থন জানাতে মধ্য়রাতে সেখানে পৌঁছোলেন নিহত চিকিৎসকের মা-বাবা। প্রশাসনের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি মুখ্য়মন্ত্রীর মন্তব্য় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।