RG Kar Protetst:RG করকাণ্ডে ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ CBI। প্রতিবাদে মিছিল আইএসএফের
ABP Ananda Live: আর জি করকাণ্ডে ৯০ দিনেও চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই। ধর্ষণ-খুন মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের। প্রতিবাদে মিছিল আইএসএফের। পার্ক সার্কাস থেকে নিজাম প্যালেস পর্যন্ত মিছিল।
সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।


















