RG Kar Medical College: আর জি কর-কাণ্ডে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ: বিনীত গোয়েল।ABP Ananda Live
ABP Ananda Live: আর জি কর মেডিক্যালে তাণ্ডব, বাড়ল ধৃতের সংখ্যা। হামলাকারীদের কি টার্গেট ছিল সেমিনার রুম ?'চল সেমিনারে রুমে চল', ভাইরাল ভিডিওতে কাউকে বলতে শোনা যাচ্ছে। আর জি কর মেডিক্যালের সেমিনার রুমেই ধর্ষণ করে খুন করা হয় মহিলা চিকিৎসককে। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পরেই সেমিনার রুম সিল করে সিবিআই।
আর জি কর মেডিক্যালে ভাঙচুর করেছে সিপিএম-বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়। 'ডিওয়াইএফআইয়ের পতাকা নিয়ে হামলা চালানো হয়, বিজেপি গিয়েছিল জাতীয় পতাকা নিয়ে'। 'আর জি কর মেডিক্যালে হামলা চালিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা'। 'প্রমাণ লোপাটের চেষ্টা করতে ঢুকেছিলেন, ভুল করে গিয়েছিলেন সেকেন্ড ফ্লোরে'।'সিপিএম-বিজেপি মনে রেখো, হাসপাতাল গুন্ডামির জায়গা নয়, সেবার জায়গা'।
আর জি কর-কাণ্ডে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশের: বিনীত গোয়েল। 'পুলিশ কিছু আড়ালের চেষ্টা করেনি, প্রয়োজনীয় পদক্ষেপ করেছে'। 'যে কোনও মৃত্যু স্বাভাবিক না হলেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ'। 'সেই মতো অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছিল পুলিশ'। 'তারপর সন্দেহজনক কিছু পেলে সেই অনুযায়ী ধারা যোগ করা হয়'। 'প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেনি'। দাবি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের