RG Kar News: আর্থিক অনিয়মের মামলাতেও হাইকোর্টে ধাক্কা, জোড়া মামলায় এবার CBI 'স্ক্যানারে' সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে এবার আর্থিক অনিয়মের মামলাতেও হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার।চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, এবার সন্দীপ ঘোষের আমলের দুর্নীতির অভিযোগের তদন্তও CBI-এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহ পর তদন্তের স্টেটাস রিপোর্ট আদালতকে জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে, নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। যাঁর অভিযোগের প্রেক্ষিতে, হাইকোর্টের আজকের নির্দেশ, তিনি হলেন, আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার, আখতার আলি।
আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় ইতিমধ্যেই সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার ৮দিন জিজ্ঞাসাবাদ করেছে CBI। আর এবার RG কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের মামলারও তদন্ত করবে এই কেন্দ্রীয় এজেন্সিই। অর্থাৎ জোড়া মামলায় এবার CBI 'স্ক্যানারে' সন্দীপ ঘোষ।



















