RG Kar Update: 'ক্ষমতা থাকলে গায়ে টাচ করে দেখবেন', কাদের হুঁশিয়ারি দিলেন মমতা? ABP Ananda Live
Mamata Banerjee: ''আপনাদের ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখবেন'', কাদের হুঁশিয়ারি দিলেন মমতা? আর জি কর কাণ্ডে বাম-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার। 'এগুলো পলিটিক্যাল স্পনসর্ড, সত্যকে লুকনোর চেষ্টা করা হচ্ছে। দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক ঘটনা নিয়ে রাজনীতি উচিত নয়', হাথরস-উন্নাও-মণিপুরে কী ব্যবস্থা? বিজেপিকে নিশানা মমতার। 'চিকিৎসকের দেহ বাড়ি নিয়ে যাওয়ার সময় পরিবারের লোককে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন এক বিজেপি নেত্রী', আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কাল ব্লকে ব্লকে মিছিলের ডাক মমতার। বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে মিছিল করুন, ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ''আপনাদের ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখবেন'', কাদের হুঁশিয়ারি দিলেন মমতা? আর জি কর কাণ্ডে বাম-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার। 'এগুলো পলিটিক্যাল স্পনসর্ড, সত্যকে লুকনোর চেষ্টা করা হচ্ছে। দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক ঘটনা নিয়ে রাজনীতি উচিত নয়', হাথরস-উন্নাও-মণিপুরে কী ব্যবস্থা? বিজেপিকে নিশানা মমতার। 'চিকিৎসকের দেহ বাড়ি নিয়ে যাওয়ার সময় পরিবারের লোককে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন এক বিজেপি নেত্রী', আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে কাল ব্লকে ব্লকে মিছিলের ডাক মমতার। বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে মিছিল করুন, ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের।
![Jibantala Arms Recovery: জীবনতলায় কার্তুজ, বন্দুক-কাণ্ডে কলকাতা কানেকশন, পরতে পরতে রহস্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/959bf68ba04abb2ff073ea766b7f1a9a1739797698765535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)