RG Kar News: 'এটা সিবিআইয়ের ব্যর্থতা',RGকর কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন প্রসঙ্গে বললেন কিঞ্জল নন্দ
RG Kar Update: আর জি কর মামলায় নাটকীয় মোড়, সন্দীপ-অভিজিতের জামিন। চিকিৎসক ধর্ষণ-খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় ৯০দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই! আর জি কর মামলায় নাটকীয় মোড়, সন্দীপ-অভিজিতের জামিন। চিকিৎসক ধর্ষণ-খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় ৯০দিনেও চার্জশিট দিতে পারল না সিবিআই! মুখে ষড়যন্ত্রের তত্ত্ব, তাও কোর্টে চার্জশিটও পেশ করতে পারল না সিবিআই। প্রতিবাদ ফের পথে জুনিয়র ডাক্তাররা। আজ সিজিও অভিযানের ডাক ডাক্তারদের। বিচারের অপেক্ষায় আর জি কর। জয়নগরের পর ফরাক্কা, ২ মাসেই নাবালিকা ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ড, আরেক দোষীর যাবজ্জীবন। পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী।
খে ব্যবস্থার আশ্বাস, কাজে শুধুই অশান্তি! বাংলাদেশে ফের হিন্দুদের উপর হামলা। জামালপুরে কালী মন্দিরে তাণ্ডব। ভাঙা হল মূর্তিও! পাকিস্তানের হাত ধরে লাগাতার ভারত-বিদ্বেষ। বিএনপি নেতার মুখে ছাত্রদের হাতে অস্ত্র দেওয়ার দাওয়াই।