RG Kar News: আর জি কর থেকে সিঙ্গুর শিল্পায়ন থেকে হিন্দুত্ব, পিঠোপিঠি প্রশ্নে তাল কাটল মুখ্য়মন্ত্রীর বক্তৃতার
ABP Ananda LIVE: লন্ডনের কেলগ কলেজে বক্তৃতা দিচ্ছিলেন মুখ্য়মন্ত্রী। আর সেখানেই তাঁর দিকে উ়ড়ে এল পরপর প্রশ্ন। আর জি কর থেকে সিঙ্গুর শিল্পায়ন থেকে হিন্দুত্ব। পিঠোপিঠি প্রশ্নে তাল কাটল মুখ্য়মন্ত্রীর বক্তৃতার।
আরও খবর...
বর্ধমানে তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টা, ১৩ জন তৃণমূল নেতা-কর্মীর সাজা ঘোষণা। ১৩ জনের কারাদণ্ডের নির্দেশ আদালতের। বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ত তা-র ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ। বাকি ১২ জনের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ। জামিনের আবেদন জানাবে কাকলির গুপ্ত তা-র আইনজীবী। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রায়ানের তৃণমূল নেতা জীবনকৃষ্ণ পালের বাবার ওপর হামলার ঘটনা ঘটে। গ্রেফতার করা হয় তৃণমূলের বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি তা গুপ্ত-কে। গ্রেফতার করা হয় বর্ধমান ১-এর যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্যক।
একদিনে পাঁচটা ! অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে থানায় তলব। ২৪ ঘণ্টার মধ্যে বিজেপি নেতাকে ধরানো হয়েছে পাঁচ-পাঁচটি নোটিস! তাঁর বাড়ি, মজদুর ভবনের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও অর্জুন সিংকে থানায় নিয়ে যেতে বলা হয়েছে। এবারও অর্জুন সিং তাঁর আইনজীবী মারফত জানিয়েছেন, আজ কোনওভাবেই জগদ্দল থানায় । হাজিরা দেওয়া সম্ভব নয়। দলের কাজে তিনি পাটনায় রয়েছেন বলে দাবি অর্জুন সিংয়ের।

















