(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar Hospital News: আরজি করের ঘটনায় সঞ্জয়ের সঙ্গে জড়িত আরও কেউ? উঠছে প্রশ্ন। ABP Ananda Live
Kolkata News: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আরও আন্দোলনের ঝাঁঝ। কাল থেকে কর্মবিরতির ডাক কলকাতা মেডিক্যালের রেসিডেন্ট ডাক্তারদের। কলকাতা মেডিক্যালে জরুরি-সহ সব বিভাগে কর্মবিরতির ডাক। কলকাতা মেডিক্যালে জরুরুসহ সব বিভাগে কর্মবিরতির ডাক। আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। করত না ডিউটি। ঘাঁটি ছিল পুলিশ ব্যারাক। কার মদতে এত দাপট? আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ই কি একমাত্র অপরাধী? নাকি আরও কেউ জড়িত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফের ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মৃতার বাড়িতে অ্যাডিশনাল সিপি। হাসপাতালের সেমিনার হলে ঢুকে মহিলা ডাক্তারকে ধর্ষণ-খুন। অপসারিত আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার। মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন। চাপের মুখে অপসারিত আরজি করের সুপার সঞ্জয় বশিষ্ঠ। সাসপেন্ড ২ নিরাপত্তারক্ষী। প্রিন্সিপালের অপসারণ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রাক্তনীদের।