RG Kar News:আর জি কর-কাণ্ডের প্রতিবাদ ঘিরে তুলকালাম,সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তুললেন প্রতিবাদীরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীদের রাত জাগো কর্মসূচি। অভিযোগ, মত্ত অবস্থায় পুলিশ লেখা বাইক নিয়ে প্রতিবাদীদের মধ্যে ঢুকে পড়েন সিঁথি থানার সিভিক ভলান্টিয়ার গঙ্গাসাগর গোন্ড।প্রতিবাদে সিঁথি মোড়ে অবরোধ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রী ও প্রাক্তনীরা। এফআইআর দায়ের করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে হেফাজতে নিল পুলিশ। সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তুললেন প্রতিবাদীরা।
আরও খবর...
ঘোষণা অনুযায়ী আজ থেকে টেলি মেডিসিন পরিষেবা চালু করলেন আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। গোটা রাজ্য থেকে আসছে ফোন। প্রয়োজনে ভিডিও কলেও চলছে চিকিৎসা। রোগীদের তরফ থেকেও আসছে আর জি কর আন্দোলনের পাশে থাকার বার্তা, দাবি জুনিয়র ডাক্তারদের।
বাংলার পরিযায়ী শ্রমিককে হরিয়ানায় পিটিয়ে খুনের অভিযোগ। গোমাংস খাওয়ার অভিযোগে 'পিটিয়ে খুন' বাসন্তীর যুবককে। 'ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারে গোরক্ষা কমিটির সদস্যরা', একটি খালের ধার থেকে উদ্ধার হয় দেহ, দাবি নিহত যুবকের পরিবারের। হরিয়ানা পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ।