![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RG Kar News: আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন শিক্ষকরা। ABP Ananda Live
ABP Ananda Live: দোষীদের দ্রুত শাস্তি দেওয়া হোক এই দাবিতে ইতিমধ্যে শিক্ষকরা প্রতিবাদের মিছিলে সামিল হয়েছেন। পড়ুয়াদের লেখা গ্রাফিতির উপরে সিভিক ভলান্টিয়ারের বাইক। তড়িঘড়ি সরাল পুলিশ। তুমুল বিক্ষোভ। অভিযুক্ত সিভিক ও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে FIR। অবরোধ তুললেন প্রতিবাদীরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিটি রোডে প্রতিবাদ। প্রতিবাদে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোগ, প্রতিবাদীদের মধ্যে ঢুকে যায় এক সিভিক ভলান্টিয়ার। ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় ছিল, অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় পুলিশ। এর প্রতিবাদে সিঁথি মোড়ে অবস্থান কর্মসূচি পড়ুয়া ও প্রাক্তনীদের। 'দু-একজন সিভিক ভলান্টিয়ার খারাপ হতে পারে', বললেন ফিরহাদ হাকিম। খবর প্রকাশ্যে আসার আগেই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়েছে এবং কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সরকার কিন্তু সরকারের তরফ থেকে যা অ্যাকশন নেওয়ার একটা ঘটনা সামনে আসার পর যেটুকু হওয়া দরকার তা করেছে', মন্তব্য দেবাংশুর। ABP Ananda Live
![Bangladesh News : সীমান্তে উস্কানির মধ্যেই ফের পাকড়াও অনুপ্রবেশকারী। ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/12/4995035a16a7fbf634f7d708cf792c4c1736702425647535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Bangladesh:ভারতীয় ভূখণ্ডেই ঠিকানা বাংলাদেশের উপজেলার ! সীমান্তের সুযোগ নিয়ে অনৈতিক কার্যকলাপ তুঙ্গে!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/12/9b9a115edcff4122d3d891adce89c9651736701487444535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata Metro : সিগন্যালিং ব্যবস্থা বদলের জন্য এই রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা ! জরুরি আপডেট রেলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/12/7a2d2f736b66a9fdd28c62fabdaff1e01736700440142535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Medinipur News: ৩ প্রসূতির মধ্যে ১ প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, গ্রিন করিডর করে আনা হচ্ছে SSKM-এ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/12/3105bb96167d684415353a83026c9f0f1736696169267968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Gangasgar Mela 2025: ব্যান করার পরও গঙ্গাসাগর মেলায় অভিযুক্ত সংস্থার 'বিষাক্ত' স্যালাইন!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/12/b1488855dc7fec32c9e061f09d71510c1736695799954968_original.png?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)