RG Kar News: কেন পরিস্থিতি সামলাতে বিচার চাই কর্মসূচি নিতে হবে শাসক দলকে? ফের বিস্ফোরক কুণাল
ABP Ananda Live: আর জি কর-কাণ্ডে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পথে নেমেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই প্রেক্ষাপটে প্রশাসনের ভূমিকা নিয়েই বিস্ফোরক প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। সমাজমাধ্যমে প্রশ্ন তুললেন, প্রশাসন এমন কোনও কাজ কেন করবে যার ফলে অবস্থা সামলাতে শাসকদলকেও বিচার চাই বলে কর্মসূচি নিতে হবে? যদিও বিরোধীদের দাবি, প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক।
আরও খবর, আর জি কর-কাণ্ড নিয়ে যখন প্রতিবাদ-বিক্ষোভের সুর ক্রমশ চড়ছে, তখন বাস্তিল দূর্গ পতনের প্রতীকী ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। জুলাই মাসে বাস্তিল দূর্গ পতন হলেও, সেপ্টেম্বর মাসে কেন সেই প্রসঙ্গ মনে করালেন তৃণমূল সাংসদ, কীসের দিকে ইঙ্গিত করলেন? উঠছে প্রশ্ন। প্যারিসের বাস্তিল দুর্গের পতনের দিনটিকেই ফরাসি বিপ্লবের সূচনা বলে মনে করা হয়। জুলাই, ১৭৮৯...বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। যা জন্ম দিয়েছিল ঐতিহাসিক ফরাসী বিপ্লবের। কিন্তু, বাস্তিল দুর্গের পতন হয়েছিল জুলাইতে। এখন জুলাই, অগাস্ট পেরিয়ে ক্য়ালেন্ডারে সেপ্টেম্বর। তাহলে হঠাৎ এখন এই পোস্ট কেন? এই পোস্টের মাধ্য়মে সুখেনদুশেখর রায় কী ইঙ্গিত করতে চাইলেন? বাস্তিল দুর্গের পতন মনে করালেন তৃণমূল সাংসদ।
![MahaKumbh News: মহাকুম্ভে মহাবিপর্যয়,অগ্নিকাণ্ডের পর পদপিষ্ট ।মৃতের সংখ্যা কত?স্পষ্ট করল না যোগী প্রশাসন | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/37dc81f9dbb4e9463b8273eafe08413d1738154765088894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![GB Syndrome: উদ্বেগ বাড়াচ্ছে GB সিনড্রোম । ধনেখালিতে GB সিনড্রোমের উপসর্গ থাকা ব্যক্তির মৃত্যু | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/28948b5814b642bcc5d7eb740ae07b8f1738153589798894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News: হেনস্থা ও মিথ্য়া মামলায় ফাঁসানের অভিযোগ, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/d740c6385073e48fda13575b7633c1ef1738151995530894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![GB Syndrome: রাজ্যে GB সিনড্রোমে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যু | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/a9fdf36ccc0df8d3cc00ace749fa70bb1738151359086894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee: মহাকুম্ভের মর্মান্তিক দুর্ঘটনার পর নাম না করে ব্যবস্থাপনার দিকে আঙুল মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/71bda89a6c47900233d8c19698ea84711738150225368894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)