RG Kar Protest: ক্যানিংয়ে শাসক দলের বিধায়কের ফরমান উপেক্ষা করে প্রতিবাদে জমায়েত। ABP Ananda Live
ক্যানিংয়ে শাসক দলের বিধায়কের ফরমান উপেক্ষা করে রাস্তায় জমায়েত। গান-কবিতায় প্রতিবাদে সাধারণ মানুষ। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে মশাল হাতে প্রতিবাদে সাধারণ মানুষেরা। কারও হাতে পোস্টার, কারও হাতে প্ল্যাকার্ড।
ক্যানিং পশ্চিম তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে বলতে শোনা যায়, 'সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে নির্দেশ দিন যে, কোনওভাবে কোনও মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। আর বিশেষ করে আমাদের দলীয় বাড়ির কোনও ছেলে বা মেয়ে আবেগে না বেরোয়। যদি কেউ এই ধরনের সেইদিন বেরোয়, আর আমাদের নজরে আসে, তাহলে সেই দলের যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে।' তারপরেও ক্যানিংয়ে বিচার চেয়ে প্রতিবাদে জমায়েত।




















