RG Kar Student Death: RG Kar মেডিক্যালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির ফ্ল্যাটেও CBI-র দল
ABP Ananda Live: আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির ফ্ল্যাটেও সিবিআইয়ের দল। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের আমলে হাসপাতালে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ করেন। সেই সময়ে আর জি কর মেডিক্যালের সুপার ও উপাধ্যক্ষ ছিলেন সঞ্জয় বশিষ্ঠ। সেই কারণেই আজ এন্টালিতে সঞ্জয়ের ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই। প্রাক্তন সুপারকে চলছে জিজ্ঞাসাবাদ।
নবান্ন অভিযান নিয়ে এবার ভিন্ন সুর ধরা পড়ল বিজেপির অন্দরেই। শুভেনদু অধিকারী আগে এই অরাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানালেও, অবস্থান স্পষ্ট করলেন না সুকান্ত মজুমদার। তবে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বিচার নয় গন্ডগোল পাকাতে চাইছে বিজেপি।
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই। FIR দায়েরের পরের দিনই হাওড়ার সাঁকরাইলের হাটগাছায় হাসপাতালের সাপ্লায়ার বিপ্লব সিংহর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। আর জি কর হাসপাতালে মেডিক্যাল সরঞ্জাম সরবরাহ করতেন বিপ্লব। অভিযোগ ওঠে, সন্দীপ ঘোষের জমানায় বারবার টেন্ডার পাইয়ে দেওয়া হত বিপ্লবের সংস্থাকে। টেন্ডার পাওয়ার নেপথ্যে আর্থিক লেনদেন ছিল কি? সিবিআই-এর প্রশ্নের মুখে বিপ্লব।