RG Kar Student Death protest : ঘাটাল থানার পুলিশ গ্রেফতার করল ৩ বিজেপি নেতাকে! ABP Ananda Live
ABP Ananda Live: নবান্ন অভিযানে অশান্তির ছক, এই অভিযোগ তুলে তৃণমূলের দেওয়া ভিডিও ভাইরাল। ভিডিওর সূত্রেই এবার ৩ বিজেপি নেতাকে গ্রেফতার করল ঘাটাল থানার পুলিশ। নবান্ন অভিযানের আগে দুটি ভাইরাল ভিডিও প্রকাশ করে তৃণমূল। সেই সূত্রে গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বিজেপির সমবায় সমিতির রাজ্য সহ আহ্বায়ককে। জিজ্ঞাসাবাদ করা হয় ঘাটালের তৃণমূল পরিচালিত খড়ার পুরসভার একমাত্র বিজেপি কাউন্সিলরকে। পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ। রাতে গ্রেফতার হন বিজেপির চন্দ্রকোণা দক্ষিণ মণ্ডলের সভাপতি বিপ্লব মাল। নবান্ন অভিযানের নামে উস্কানি দেওয়ার অভিযোগে ৩ বিজেপি নেতা গ্রেফতার, জানিয়েছে পুলিশ।
আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান। অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল। অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকে এগোবে। অন্যদিকে, আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের দাবি, কর্মসূচিতে যোগ দেবে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠন, আদিবাসীদের দুটি সংগঠন এবং অস্থায়ী কর্মীরা । সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে। দুটি কর্মসূচির অনুমতি না দিলেও, আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ।