RG Kar Update: সিবিআইয়ের ওপর চাপ বাড়িয়ে ফের পথে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের আগুন
ABP Ananda Live: বিচারের দাবিতে ৮০ দিন পার। সিবিআইয়ের ওপর চাপ বাড়িয়ে এবার মশাল হাতে অভয়া মঞ্চের সিজিও অভিযান। আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে আজ CGO অভিযান। সিজিও অভিযানে জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে পা মিলিয়েছেন সাধারণ মানুষও। আগামী ৫ তারিখ 'দ্রোহের আলো জ্বালো' কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের। আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সিজিও কমপ্লেক্স অভিযান নিয়ে জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ কুণালের। 'সিজিও কমপ্লেক্স অভিযান আরও আগেই করা উচিত ছিল', বললেন তৃণমূল নেতা।
আরও খবর, আজ রাজ্যজুড়ে শক্তির আরাধনা। তারাপীঠে শক্তির আরাধনা চলছে। রীতি মেনে শুরু পুজো। আলোর মালায় সেজেছে গোটা মন্দির। পুণ্যার্থীদের ভিড়ে সরগরম মন্দির চত্বর।
![Mamata Banerjee: 'দিল্লিতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক',পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/327cdf347c924c30c9d26015b04094b51739704301642894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)