RG Kar Update: আর জি কর কাণ্ডে ধর্মতলায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ডাক্তাররা, আজ শুনানির সম্ভাবনা
ABP Ananda Live: অনুমতি দেয়নি পুলিশ। আর জি কর কাণ্ডে ধর্মতলায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল, জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। আজ শুনানির সম্ভাবনা। অন্য়দিকে, আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচারের দাবিতে, SFI-এর দ্বিতীয় দিনের জাস্টিস মার্চে, বারাসাতে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হল। SFI-এর মিছিল লক্ষ্য় করে স্লোগান, তাদের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। দফায় দফায় ২পক্ষের মধ্য়ে সংঘর্ষ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রক্ত ঝরে একাধিক পুলিশ অফিসারের।
আরও খবর, বাংলাদেশে ফের রক্তাক্ত হিন্দুরা। ভোলা জেলার এক ব্য়বসায়ীকে টাকার জন্য় ইসলামিক মৌলবাদীরা রড দিয়ে মেরেছে বলে অভিযোগ। ভয়েজ অফ বাংলাদেশি হিন্দুজের পোস্টে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত হিন্দু ব্য়বসায়ী। হামলার খবর রি-পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।


















