RG Kar Live: 'অনশন প্রত্যাহার করে আলোচনায় বসতে হবে', জুনিয়র ডাক্তারদের 'শর্ত' বেঁধে দিল সরকার
ABP Ananda Live: শর্ত' বেঁধে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের। 'অনশন প্রত্যাহার করে আলোচনায় বসতে হবে'। অনশন প্রত্যাহার করে সোমবার নবান্ন সভাঘরে বৈঠকের 'শর্ত'। 'সোমবার বিকেল ৫টায় বৈঠক, আসতে হবে বিকেল সাড়ে ৪টায়'। 'বৈঠক হবে ৪৫ মিনিটের, ১০ জন জুনিয়র ডাক্তার যোগ দিতে পারবেন'। কতক্ষণের বৈঠক, তাও নির্দিষ্ট করে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরে অনশনকারীদের কড়া বার্তা সরকারে
আরও খবর, প্রবীণদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে উঠছে GST? জীবন বিমার টার্ম পলিসি থেকেও উঠতে চলেছে GST? মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ২ ক্ষেত্রে GST প্রত্যাহারে সহমত। ৫ লক্ষ পর্যন্ত জীবন বিমার প্রিমিয়ামেও GST প্রত্যাহারের প্রস্তাব: সূত্র । ফের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক, অক্টোবরের মধ্যে GST কাউন্সিলকে রিপোর্ট। GST প্রত্যাহার নিয়ে নভেম্বরে কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত: সূত্র। জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮% GST প্রত্যাহারের দাবি। GST প্রত্যাহারের দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। GST প্রত্যাহারের দাবিতে অগাস্টেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি