Samik Bhattacharya : 'যাঁর যা পতাকা আছে কিছুদিনের জন্য আলমারিতে তুলে রাখুন', কেন এমন বার্তা শমীকের
ABP Ananda LIVE : বঙ্গ বিজেপি ব্যাটন হাতে নিয়েই শমীকের পাখির চোখ ছাব্বিশের ভোট। 'যাঁর যা পতাকা আছে কিছুদিনের জন্য আলমারিতে তুলে রাখুন'। 'ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে TMC-কে ফিরিয়ে আনবেন না' বাম-কংগ্রেসের উদ্দেশে বার্তা শমীকের।
Calcutta University: কসবাকাণ্ডে তোলপাড়, হাইকোর্টের নির্দেশের পর তদারকি ২ ডেপুটি রেজিস্ট্রারের, কলকাতা বিশ্ববিদ্যালয়ে 'বন্ধ ইউনিয়ন রুম'
কসবা গণধর্ষণকাণ্ডে রাজ্য়জুড়ে তোলপাড়। এই প্রেক্ষিতে, ছাত্র ভোট না হওয়া, ইউনিয়নগুলোতে তালা মেরে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তদারকি ২ ডেপুটি রেজিস্ট্রারের। ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ইউনিয়ন রুম। আজ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চ নির্দেশ দিল, যেখানে ছাত্র ভোট হয়নি, সেখানেই ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্র সংসদের ঘর খোলা যাবে না। হাইকোর্টের এই নির্দেশকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরা।



















