RG Kar Case: আগামীকাল শুনানি, আজ বিচার চেয়ে একাধিক কর্মসূচি। ABP Ananda Live
আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি। তার আগে আজ পথে নামছেন রিকশ চালকরা। বিকেল ৪টেয় হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন তাঁরা।
বিকেল ৪টেয় সল্টলেকের বহু স্কুল ও প্রাক্তনীদের ডাকে মিছিল রয়েছে। জমায়েত বৈশাখী বাস স্ট্যান্ডে।
বিকেল ৪টেয় কুমোরটুলির মৃৎশিল্পীরা যে মিছিল করবেন, তার স্লোগান ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক’।
বিকেল ৪টেয় গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা।
বিকেল ৫টায় টালিগঞ্জ পাড়ার শিল্পী-কলাকুশলীদের ডাকে টালিগঞ্জ ট্রামডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল রয়েছে।
সন্ধে ৬টায় উত্তর কলকাতার বিভিন্ন স্কুল-কলেজের প্রাক্তনী, বিজ্ঞানকর্মী ও বিভিন্ন ক্লাবের ডাকে মিছিল। জমায়েত স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে, গন্তব্য শ্যামবাজার পাঁচমাথার মোড়।
রাত ৮টায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।
রাত ৮টা থেকে শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় রাতদখলের ডাক।