এক্সপ্লোর
Didir Doot : দিদির দূত কর্মসূচিতে গিয়ে এবার ক্ষোভের মুখে শোভনদেব চট্টোপাধ্যায় | ABPAnandaLIVE
দিদির দূত(Didir Doot) কর্মসূচিতে মন্ত্রীর কাছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পরিবারের বিরুদ্ধে ক্লাবের জমি দখল করে নেওয়ার অভিযোগ জানালেন গ্রামবাসীরা। খড়দা(Khardah) বিধানসভার মহিষপোতার বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচির প্রচারে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattopadhyay)। মন্ত্রীর কাছে তৃণমূল প্রধানের স্ত্রী ও ভাগ্নে স্থানীয় ক্লাবের জমি দখল করে নিয়েছেন বলে নালিশ জানান গ্রামবাসীরা। প্রকাশ্যে নয়, অভিযোগ নিয়ে আলাদাভাবে আলোচনা করবেন বলে জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গোটাটাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন তৃণমূল প্রধান।
জেলার
রাজ্য সরকার ভয় পেয়েছে, তাই ভুলে ভরা ফর্ম আপলোড করেছেন কর্মীরা : হুমায়ুন কবীর
আরও দেখুন


















